Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন
বিস্তারিত

নাগেরপাড়া ইউনিয়নটি একটি প্রাচীন ইউনিয়ন।বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন মুহুর্তে যখন ইংরেজদের আগমন প্রায় নিশ্চিত কথিত আছে যে, তখন বর্তমান গোসাইরহাট উইনিয়নের মূলগাও প্রামটির নিকট ব্রহ্মনন্দ গিরি নামে এক সাধু বাস করতেন । লোক তাকে গোসাই নামে ঢাকতেন । স্থানীয় অনেকের ধারণা এ গোসাই হতেই নাগেরপাড়া ইউনিয়ন এর নামকরণ ।

ছবি
label.column.field_office_cism
  • কৃষকের  তথ্য চাহিদা নিরুপণ নিশ্চিত করা।
  • মান সম্মত সম্প্রসারণ কর্মসূচি তৈরী করা।
  • কৃষক এবং কারিগরী ষ্টাফদের জন্য প্রশিক্ষণ সামগ্রী তৈরী করা।
  • ব্লক পর্যায়ে যে সব সমস্যা ডিএই সমাধান করতে পারছে না তা টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সহযোগী সংস্থাকে অথবা জেলার বিশেষজ্ঞদের জানানো।
  • কৃষি উপকরণ সরবরাহকারী, কৃষি পণ্যের বাজারজাতকারীসহ উপজেলা পর্যায়ে কৃষক সমিতি ও অন্যান্য সংস্থার সাথে যোগসূত্র রক্ষা করা।
  • শস্য বহুমুখীকরণ, সম্প্রসারণ পদ্ধতি, উপকরণ ও ঋণ সরবরাহ এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নতমানের পরামর্শ দেয়া।
  • মাঠ পর্যায়ে বিবিধ অনুষ্ঠানে ( যেমন-চাষী র‌্যালি, মাঠ দিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা দান করা।
  • উপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মকান্ড (যেমন- কৃষি মেলা, কৃষক প্রশিক্ষণ) পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সম্প্রসারণ সেবা দানকারীদের সংগে সম্পর্ক ও কাজের সমন্বয় করা।
  • উপজেলা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান ও পরিচালনা করা।
  • ষ্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
  • পাক্ষিক উপজেলা প্রশিক্ষণ দিবস পরিকল্পনা ও আয়োজন করা।
  • পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনা পর্যালোচনা সভা ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজকর্ম পরিবীক্ষণ নিশ্চিত করা।
  • উপজেলা পর্যায়ে সেমস ও ক্যাপ ব্যবস্থাপনা ও সমন্বয় করা।
  • ডিইপিসি এবং অন্যান্য সভায় অন্তত একজন উর্দ্ধতন কর্মকর্তার যোগদান নিশ্চিত করা।
  • উপজেলার বাজেট ব্যবস্থাপনা এবং সময়মতো হিসাব নিকাশ নিশ্চিত করা।
  • উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জরুরী আপৎকালীন তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ এবং তা যথাযথ ফরমে জেলা, অঞ্চল বা সদর দপ্তরে প্রেরণ করা।
সিটিজেন চার্টার

    সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
    কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
    কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
    চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
    কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
    সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
    উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
    সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
    সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
    কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার

সাধারণ তথ্য

চাষী পর্যায় উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ বিতরন প্রকল্প

এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষী পর্যায় উন্নত মানের গুনাগুন সম্পন্ন ধান, গম ও পাট বীজ উৎপাদন করে উত্তম ভাবে সংরক্ষনের ব্যবস্থা করা এবং ন্যায্য মূল্যে কৃষকদের নিকট বিক্রি করা।

চাষী পর্যায় উন্নত মানের ডালতেল ও পেঁয়াজ বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্প

এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষী পর্যায় উন্নত মানের গুনাগুন সম্পন্ন ডাল, তেল ও পেয়াজ বীজ উৎপাদন করে উত্তম ভাবে সংরক্ষনের ব্যবস্থা করা এবং ন্যায্য মূল্যে কৃষকদের নিকট বিক্রি করা।

খামের যান্ত্রীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প

আমার যান্ত্রিকী করনের মাধ্রমে আধুনিক চষাবাদের ব্যয় কমিয়ে উত্তম জমি কর্ষন, দ্রম্নত ফসল কর্তন, সাড়াই, কার্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং গুটি ইউরিয়া ব্যবহার করে বিপুল পরিমান গুড়া ইউরিয়া সাশ্রয় এই প্রকল্পের উদ্ধেশ্য

দারিদ্র দুরীকরন ও খাদ্য নিরাপত্তার জন্য সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প।

এই প্রকল্প কৃষির প্রায় সকল উপাঙ্গ নিয়ে কাজ করছে এবং পুষ্টির চাহিদা পুরন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র দুরীকরনের লক্ষক্ষ্য শরীয়তপুর মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলায় ব্যাপক ভূমিকা পালন করছে।

label.column.field_projects

চাষী পর্যায় উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ বিতরন প্রকল্প

এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষী পর্যায় উন্নত মানের গুনাগুন সম্পন্ন ধান, গম ও পাট বীজ উৎপাদন করে উত্তম ভাবে সংরক্ষনের ব্যবস্থা করা এবং ন্যায্য মূল্যে কৃষকদের নিকট বিক্রি করা।

চাষী পর্যায় উন্নত মানের ডালতেল ও পেঁয়াজ বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্প

এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষী পর্যায় উন্নত মানের গুনাগুন সম্পন্ন ডাল, তেল ও পেয়াজ বীজ উৎপাদন করে উত্তম ভাবে সংরক্ষনের ব্যবস্থা করা এবং ন্যায্য মূল্যে কৃষকদের নিকট বিক্রি করা।

খামের যান্ত্রীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প

আমার যান্ত্রিকী করনের মাধ্রমে আধুনিক চষাবাদের ব্যয় কমিয়ে উত্তম জমি কর্ষন, দ্রম্নত ফসল কর্তন, সাড়াই, কার্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং গুটি ইউরিয়া ব্যবহার করে বিপুল পরিমান গুড়া ইউরিয়া সাশ্রয় এই প্রকল্পের উদ্ধেশ্য

দারিদ্র দুরীকরন ও খাদ্য নিরাপত্তার জন্য সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প।

এই প্রকল্প কৃষির প্রায় সকল উপাঙ্গ নিয়ে কাজ করছে এবং পুষ্টির চাহিদা পুরন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র দুরীকরনের লক্ষক্ষ্য শরীয়তপুর মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলায় ব্যাপক ভূমিকা পালন করছে।

যোগাযোগ

উপ সহকারী কৃষি কর্মকর্তার অফিস

নাগেরপাড়া ইউনিয়ন পষিদ